আমরা নতুন, আমরা তরুণ

তারিখ: 25 মে 2025

লেখক: সুচয়ন শামস

টিম নান্দনিকের গল্প শুরু হয় চট্টগ্রামের ঝাউতলা বস্তি থেকে। একদল তরুণ সেখানে একজন মায়ের সাথে কথা বলেন। তিনি আগে গার্মেন্টসে চাকরি করতেন। কিন্তু মা হবার পর দেখা গেল সন্তানকে কোথায় কার কাছে রেখে চাকরি করবেন তা যেমন খুঁজে পাননি তেমনি শারীরিকভাবেও অসুস্থ থাকতেন প্রায়ই। ফলে অফিস কামাই হতে থাকল। এরপর একসময় চাকরিটাই চলে গেল। কথায় কথায় নান্দনিকের তরুণ দলটি জানতে পারে তার একটি সেলাই মেশিন আছে এবং ঘরে থেকে করা যায় এমন কিছু করতে আগ্রহী।

টিম নান্দনিক সেই মাকে শেখায় ফেলে দেওয়া ফুল দিয়ে পোশাকে ইকো-প্রিন্টিং এবং প্যাচওয়ার্কের মতো কাজ। তারা সেই মায়ের তৈরি পোশাকগুলো অনলাইনে বিক্রি করার ব্যবস্থাও করে এবং লাভের একটি অংশ তার কাছে পৌঁছে দেয়। বর্তমানে আরও কয়েকজন নারী এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে।

এই তরুণদের গল্প শুরু হয় আমরা নতুন নেটওয়ার্কের ক্লাসরুম থেকে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহীসহ দেশের ১৬টি জেলায় তরুণরা তাদের এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে এভাবেই দলবেঁধে কাজ করে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের প্রায় ২৮ শতাংশ তরুণ। এই বিশাল নবীন শক্তিকেই দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ব্র্যাকের এই নেটওয়ার্ক। ক্লাসরুম প্রশিক্ষণ পর্যায়, কমিউনিটি প্রজেক্ট পর্যায়, প্রেজেন্টেশন পর্যায়—এই তিনটি ধাপ সফলভাবে পেরিয়ে একজন তরুণ আমরা নতুন নেটওয়ার্কের সদস্য হতে পারে।

প্রথমে নেতৃত্ব, মূল্যবোধ ও সহমর্মিতা চর্চা, পরিচয় ও অন্তর্ভুক্তি, গল্প বলা ও পাবলিক স্পিকিং দক্ষতা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, উদ্যোক্তা মানসিকতা বিষয়ে প্রশিক্ষণ নেয় তরুণদল। পরিবর্তনশীল পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতাগুলোর সাথে তাদের এভাবেই পরিচয় ঘটে।

ক্লাসরুম প্রশিক্ষণ

এরপর ফিল্ড ভিজিটের (মাঠ পরিদর্শন) পালা। ক্লাসরুমে শেখা বিষয়গুলোর সঙ্গে বাস্তবের বোঝাপড়াটা সেখানেই হয়ে যায়। ফিল্ড ভিজিট থেকে তারা একটি সামাজিক সমস্যা চিহ্নিত করে এবং নিজেরাই তা সমাধানের উদ্যোগ নেয়। এই পর্যায় থেকেই তরুণদের দলের সাথে থাকেন একজন মেন্টর। তাঁর পরামর্শেই পরবর্তীতে কাজ করে দলটি।

লোকাল কমিউনিটি সম্পর্কে জানতে ফিল্ড ভিজিট

ভাবুন তো, তরুণরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের আশপাশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করছে! কত নতুন নতুন ধ্যান-ধারণা, সৃজনশীলতা আর অভিনব সমাধান আছে সেখানে!

যেমন প্রজেক্ট ইমপ্যাক্ট—রংপুরের এই দলটি কাজ করছে লালবাগ বস্তিতে। জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, সেইসাথে বাড়ছে ঠিকানা হারিয়ে শহরমুখী হওয়া মানুষের সংখ্যা। শহরে এসে তাদের বেশিরভাগের আশ্রয় হয় বস্তিতে। পরিবারের পুরুষরা রিকশা চালানো, দিনমজুরির মতো কাজে যোগ দিলেও বেশিরভাগ নারী আয়মূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে না। টিম ইমপ্যাক্ট কারুপন্য ও পরিবেশবান্ধব নানা পণ্য তৈরি করা শিখিয়েছে ওনাদের। ফলে তারাও এখন পারিবারিক আর্থিক খাতে অংশ নিচ্ছেন।

দিনাজপুরের মৃৎছন্দ কাজ করছে কুমারপাড়ায়। এই প্রজেক্টের তরুণরা মাঠ পর্যায়ে গিয়ে দেখল যে, কুমারদের তৈরি মাটির জিনিসের ডিজাইনে কোনো নতুনত্ব নিয়ে আসার সুযোগ রয়েছে। সেই চিন্তা থেকেই মৃৎ-ছন্দ টিমের সদস্যরা উদ্যোগ নিয়ে নকশা করে ফেলল নতুন ধরনের মাটির ল্যাম্প শেড। এভাবেই তরুণদের সাহায্যে নতুনত্বের সৃষ্টি হলো কুমারদের শিল্পে।

নান্দনিক, ইমপ্যাক্ট, মৃৎছন্দের মতো ২৩০ টির বেশি প্রকল্প নিয়ে তরুণরা কাজ করেছে দেশের নানা অঞ্চলে। কোনোরকম আর্থিক সহযোগিতা ছাড়াই শুধুমাত্র নিজেদের উদ্যোগে এবং দলগত প্রচেষ্টায় এভাবেই সমাজের নানা সমস্যার সমাধানে কাজ করছে এই দলগুলো।

কমিউনিটিতে গিয়ে সমস্যা সমাধানে কাজ করা তো হলো, এবারে কাজের গল্প বলার পালা। নির্দিষ্ট দিনে দলগুলো নিজেদের কাজের গল্প তুলে ধরে আমরা নতুন নেটওয়ার্ক সংশ্লিষ্ট ব্র্যাক কর্মী এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সামনে। প্রেজেন্টেশন শেষে তাদের কাজের পরিধি ও স্থায়িত্ব বাড়াতে নানা পরামর্শ পায় তারা।

প্রজেক্ট শেষে নিজেদের কাজ গল্পে গল্পে তুলে ধরা

নিজ নিজ প্রকল্পের গল্প উপস্থাপনের পর তরুণরা যুক্ত হয় আমরা নতুন অ্যালামনাই নেটওয়ার্কে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিজ নিজ কমিউনিটি প্রজেক্টের কাজগুলো তুলে ধরে। এছাড়া নেটওয়ার্কে যুক্ত হতে চাওয়া নবীন আবেদনকারী কারীদের বাছাই প্রক্রিয়া সম্পাদন, প্রশিক্ষণ দেয়া এবং মেন্টরিং করার কাজেও তারা যুক্ত হয়। জেলায় জেলায় আমরা নতুনের স্থানীয় নেটওয়ার্ক তৈরি ও সারাদেশের অ্যালামনাইদের সাথে সম্পৃক্ত হয়ে জনবান্ধব নানা উদ্যোগ নিচ্ছে তারা।

তরুণদের কাজগুলো ধরে তুলতে আয়োজন করা হয় কার্নিভাল অব চেঞ্জ ২০২৪

আমরা নতুন নেটওয়ার্ক’ শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবর্তনের আন্দোলন, যা তরুণদের মধ্যে থাকা সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার চেষ্টা করছে।

5 1 vote
ব্লগটি কেমন লেগেছে?