অস্থায়ী আবাসনের ভিতরটা দেখতে কেমন?

তারিখ: 29 অক্টো. 2017

লেখক: সুহৃদ স্বাগত

সমগ্র অস্থায়ী আবাসন ব্যবস্থাটি যেন এক বিশাল গোলকধাঁধা। বিপন্ন মানবতার এক বিশাল সাক্ষী হয়ে পুরো কক্সবাজার যেন অবলোকন করছে বিপর্যয়ের মুখোমুখি হওয়া মানুষের হাজারো দুঃখ ও অসহায়ত্বের। সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিপন্ন মানুষগুলো নিজেদের সবকিছু পেছনে ফেলে এখানে এসেছেন নিরাপত্তার আশায়।

প্রতিটি দিন যেন এখানে সংগ্রাম করে বেঁচে থাকা। একেকটা পরিবারের সদস্য সংখ্যা গড়ে ৫ জন। প্রতিদিন তাদের সংগ্রহ করতে হচ্ছে সহায়তা, অনেকেই লড়াই করছেন ক্ষুধার সাথে, শারীরিক অসুস্থতা এবং আরও বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতার সাথে। অস্থায়ী আবাসের বেশির ভাগ তাঁবুগুলোর মাথার ওপর কালো রং-এর ত্রিপল বা প্লাস্টিকের আবরণ, সেই সাথে সাগরের একেবারে নিকটে হওয়ায় দিনের বেলা সেখানে অসহনীয় গরম, বাচ্চারা তো বটেই- বড়রাই তাতে হিমশিম খান। একটু বৃষ্টি হলেই সেখানে মাটি ভিজে পুরো এলাকা কাঁদা হয়ে যায়। সেই কাঁদায় পাহাড় বেয়ে অস্থায়ী আবাসের পথে যাওয়া কিংবা সেখান থেকে নেমে আসা এক দূরহ এবং অত্যন্ত বিপদজনক ব্যাপার হয়ে পড়ে। অনেক সময় এই মাটিতে তাদের কাটাতে হয় রাত। এছাড়া অন্যসময় রাতের বেলা উদাম, শক্ত, ভেজা মাটিতে শুয়ে থাকা এবং সেভাবেই রাত পার করার চেষ্টা করেন এসব মানুষ। তাদের খুপড়ি, বা তাঁবুতে ঢুকলে চোখে পড়বে রোজদিনকার সংগ্রহ করা সহায়তাসামগ্রীর বস্তাগুলো, কিছু হাঁড়ি-পাতিল আর একটি মাটির চুলা। সব পরিবারেই একই দৃশ্য।

এই মানুষদের মধ্যে প্রায় ৬০ শতাংশ শিশু। শৈশবের এই স্মৃতি হয়ত তাদের মনে থেকে যাবে আজীবন। বর্তমান পরিস্থিতি থেকেও হয়ত আরো কঠিন পরিস্থিতির সম্মূখীন তাদের হতে হবে, কারণ আবহাওয়া পূর্বাভাসে দেখা গেছে এবার উপকূলীয় এলাকায় সাইক্লোন আঘাত হানতে পারে।

যে সুন্দর পৃথিবী নির্মাণে আমরা কাজ করছি, এমন দৃশ্যের অবতারণা সেখানে হতে পারেনা। আসুন মানুষের পাশে দাঁড়াই, মানবতাকে সবার ওপরে রেখে, বিপন্ন মানুষের পাশে দাঁড়াই।

ভিজিট করুন: response.brac.net

 

0 0 votes
ব্লগটি কেমন লেগেছে?