Remembering Sir Fazle Hasan Abed KCMG

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্যার ফজলে সম্পর্কে তাদের স্মৃতি এবং অনুভূতি শেয়ার করেছেন। কিছু বার্তা এখানে দেয়া হলো।

On my dear friend Abed

Abed was one of the foremost leaders of thought as well as action of our time. Not only did he transform Bangladesh, and indeed a lot of the world, by his radical initiatives, he proceeded to his actions through identifying what our deprived world needed, using remarkably penetrating analysis and social scrutiny. An astonishing combination of clear-headed thinking and sure-footed execution made Abed the great leader that he was. We have had very few like him in the history of the world.

Amartya Sen

He was a great gift to humanity

Sir Fazle Abed’s life was a great gift to humanity. His nearly 50 years of visionary leadership at BRAC transformed millions of lives in Bangladesh and beyond, and changed the way the world thinks about development. Driven by an unwavering belief in the inherent dignity of all people, he empowered those in extreme poverty to build better futures for themselves and their families. I will always be grateful for the chance to see his life-changing programmes in action in Bangladesh when I was President, for his many years of work with the Clinton Global Initiative, and for the kindness, friendship, and inspiration he gave Hillary and me - including the grace and courage of the final months of his life. His legacy will live on in all the people whose lives are better, healthier and more secure because of his remarkable service.

Bill Clinton

We will forever draw inspiration from his work

In 1972, after Bangladesh’s war of liberation had left many homeless, Fazle Abed left his job as a London oil executive and returned to his home country with £16,000 in his pocket - and the ambitious goal of building 10,400 houses. He ended up raising enough money to build 16,000 houses for some of the poorest people in Bangladesh and still had enough left over to start his next project. That’s who Sir Fazle was as a humanitarian, and that’s what he helped us learn about development work: How to build a big, efficient organization, while never forgetting who you were doing it for. We were saddened to hear of his passing and will forever draw inspiration from his work, as will the rest of the world, which he left so much better than he found.

Bill and Melinda Gates

His life is a lesson for us

The scale and impact of what he has done, and yet the utter humility with which he has done everything, is a lesson for every single one of us.

Jim Yong Kim

My deepest condolence

My deepest condolence for your loss and I write with a heavy heart though to note how Sir Fazle will continue to be the source of inspiration for the world. The hundreds of millions of lives he transformed will remember him as the spark of hope, especially by those from the most vulnerable and poorest communities now enriched by new possibilities. It is an admirable spirit to drive significant social changes through compassion, courage and conviction, and I am certain that the spirit lives on through you and everyone at BRAC. The Yidan Prize Foundation will continue to work closely with BRAC to further impactful educational programmes in Asia, Africa and beyond. Together, we can continue to help young, marginalised children find joy in their learning and those deprived of resources live happy, productive lives. The loving memory of Sir Fazle’s tremendous career and achievements in life will keep you proud and strong. I am particularly struck when I learned about the beautiful way he described his work as how “he spent his life watching optimism triumph over despair when the light of self-belief is sparked in people.” It is clear why he could accomplish so much and this tremendous legacy requires continuing dedication from all of us. Please take great care and my thoughts are with you.

Dr Charles CHEN Yidan

He is one of my all-time heroes

Extremely saddened to hear about the passing of Sir Fazle Hassan Abed, a true giant and icon of rural development, and one of my all-time heroes. Someone who dedicated his life to help the poor, achieving extraordinary impact through his organization – BRAC. I remember the first time I met him in 1992, on my first working experience in Bangladesh. Since then, through many unforgettable interactions, a wonderful partnership between BRAC and IFAD developed, with BRAC acting as an implementation partner for many of IFAD’s projects in Bangladesh and other countries. In spite of countless international awards, he remained one of the kindest, most humble and gentle persons I have ever known. My sincere condolences to Tamara and the rest of Abed’s extended family.

Nigel Brett

A message from former US Ambassador to Bangladesh Dan Mozena

The world today is much diminished. The death of Sir Fazle has taken away a true hero, one who was a model for me personally and for us all of humility, caring and service to humanity. Sir Fazle believed and practiced that development starts with the individual, that development is about helping people help themselves by providing them access to better education, health and skills training. Although the world no longer has Sir Fazle to show the way, we have his living and growing legacy in BRAC and the millions of people who benefited and continue to benefit from his vision and work. I offer my deepest condolences to Sir Fazle’s family, to the BRAC family, to the good people of Bangladesh, and, indeed, to all of humanity. As we grieve our loss, we must recommit ourselves to sustaining and growing his rich legacy. With a heavy heart.

Dan Mozena

Such was his awareness about development issues

I am deeply saddened at the news of the death of Sir Fazle Hasan Abed. I once had the privilege of sitting beside him at a dinner event and we were discussing public health and poverty issues. At one point, I remarked that good development ideas in Bangladesh travel fast because of population density and he immediately quipped, "So does diarrhea." Such was his presence of mind and awareness of development issues! Incidentally, one of his important contributions was to spread the idea of home-made oral saline through BRAC`s one of the many effective social campaigns. Today, Bangladesh is a global leader in reducing child mortality, which, to a great extent, is due to the reduction of child deaths from diarrhea through the widespread adoption of orally consumable saline. This is just one example of many of his innovative ideas for development. May his soul rest in peace.

Professor Wahid Uddin Mahmud

May his legacy last forever

Sir Fazle H Abed, a doer until his last breath, an innovator, a visionary, an iconic development practitioner and a proud Bangladeshi has left us quietly in his private space. May his institutional legacy last forever while his soul rests in peace!

Dr Zahid Hussain

Your light will keep guiding us

Sir Fazle Hasan Abed, the esteemed founder of BRAC, was a true visionary. His efforts with BRAC post the liberation war played a key role in eradicating the extreme poverty faced by the rural people of Bangladesh. And he did not just stop at that. His continued efforts gave BRAC a global recognition and made it the Number 1 NGO in the world. Today, we mourn the sad demise of one of Bangladesh`s greatest entrepreneurs. Your light will guide our fight against poverty. Thank you Sir Fazle Hasan Abed. You will be dearly missed.

Shakib Al Hasan

Our deepest condolences

Respected Sir, peace be upon you. We would like to express our deepest condolences for the passing of Sir Fazle Hassan Abed, founder and Chair Emeritus of BRAC.

Lubaba Mubashirah

A role model for us all

Sir Fazle was a global leader and a role model for all of us. I pray to almighty Allah for peace of the soul of Sir Fazle Hasan Abed.

Dr Salehuddin Ahmed

One of the heroes of modern times

Sir Fazle Hasan Abed, a Bangladeshi who is one of the heroes of modern times, died today at 83. Abed founded BRAC, one of the world`s largest aid groups, and targeted the very poor in Asia and Africa. He helped lift Bangladeshis and tens of millions around the globe. RIP, Abed. I can think of few people who have done so much for humanity as Abed. He was a friend and someone I deeply admired and learned from: While US aid efforts in Afghanistan often flopped, his succeeded. Reflecting his humility, no one called him Sir Fazle. He was simply Abed.

Nicholas Kristof

শোক প্রকাশ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ স্যারের মৃত্যুতে আইসিটি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ্‌ তাকে বেহেস্ত দান করুন। আমিন।

Zunaed Ahmed Palak

We will never forget the example he set

It was with great sadness that I learned of the passing of Sir Fazle Hasan Abed. Over the course of three decades, under Sir Fazle’s inspiring leadership, the humanitarian organization he founded, BRAC, has become one of the world’s leading development organizations. From its humble beginnings in Bangladesh – the country he loved so well -- to its expansion to 10 countries across Asia and Africa, BRAC has stood as an inspiring example of how we can gather people together in common cause to improve the lives of the most vulnerable. At UNICEF, we were particularly pleased that Sir Fazle agreed to become a Global Leader of Generation Unlimited, a new global public-private partnership to scale education, skills development and employment opportunities for young people, to prepare them for the world of work. I still remember his inspiring words at the Gen-U launch in September 2018, when he called on world leaders to join our cause, and invest in the next generation of global leaders. All of us at UNICEF will miss his ideas and advice. We will never forget the example he set. On behalf of everyone at UNICEF, please accept our deepest condolences to you, his family, and everyone at BRAC.

Henrietta H Fore

Deeply shocked.

I am deeply shocked to hear about the sudden demise of Sir Abed who has been an icon of pro-poor non-state development initiatives in Bangladesh and as well as in many parts of the world. I have worked with him closely both as a researcher and also as a regulator. Today, I deeply remember many of those fond memories which I shared with him for decades. The world will certainly remember him as a great innovator of various low-cost development solutions for the wretched and the disadvantaged, particularly the rural women. His leadership in promoting pro-poor education, health and finance has been simply unparalleled.My deepest condolences to the members of his family and all his colleagues from the non-governmental sector. May Allah bless his soul and let it live in peace.

Atiur Rahman

ফজলে হাসান আবেদের মতন মানুষ কয়টা হয়?

ফজলে হাসান আবেদের মতন মানুষ কয়টা হয়? তাঁর অনবস্থানে আমরা সবাই একটু ছোট হয়ে গেলাম।

অভিজিৎ ব্যানার্জী এবং এস্তার দুফলো

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়

স্যার ফজলে হাসান আবেদ। অসাধারণ দায়িত্ববোধ, সহমর্মিতার গভীর জীবন দর্শন ও নিরলস শ্রমের এক অবিস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব। সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটারও ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকে, এই বিশ্বাসে ভর করেই তিনি সফলভাবে গড়েছেন বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ যা সারা বিশ্বে সমাদৃত। কিন্তু এই সাহস, এই আকাঙ্ক্ষা একেবারেই শেকড় থেকে আসা। চলে যাওয়ার বেদনার এই মুহূর্তেও পরপার থেকে তার স্মিত হাসি তাই ভরসা দিচ্ছে সহমর্মিতা, দায়িত্ববোধ ও শ্রম আঁকড়ে ধরে আরও বহুদূর যাওয়া যাবে, যেতে হবে। কারণ পৃথিবীতে ভাগ্যবিড়ম্বিত মানুষের সংখ্যা এখনও অগণিত। শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়।

হোসেন জিল্লুর রহমান, চেয়ারপার্সন, ব্র্যাক বাংলাদেশ

Thanks and Gratitude

Dr. Abed is a man who shows us sustainable development and he was a role model for NGO sector in Bangladesh and global. We remembered him all time. May God give peace and comfort to his family and friends. With best regards Bony Baroi ED Bangladesh Social Service

Bony Baroi

একজন ফজলে হাসান আবেদ

#Remembering_Sir_Fazle_Hasan_Abed জীবনের প্রকৃত লক্ষ্য যদি কেউ খুঁজতে চাই , প্রকৃত জীবনদর্শন যদি কেউ বুঝতে চাই, তাহলে তাকে কেউ বলে দিবেন— একজন ফজলে হাসান আবেদের গল্প ❤। একজন মানুষের লক্ষ্যে, লাখো মানুষের বেঁচে থাকা। একজন মানুষের উদ্যোগে, লাখো মানুষের স্বপ্ন পূরণ। একজন মানুষ সোচ্চার, লাখো মানুষের অধিকার। একজন মানুষের স্বপ্ন, শোষণ ও বৈষম্যহীন পৃথিবী।। — আমার চোখে ইনিই স্যার ফজলে হাসান আবেদ ❤। স্যার ফজলে হাসান আবেদকে কখনো দেখার সুযোগ হয় নি, জানি এখন তা আর হবে ও না। যদি দেখা হতো তাহলে শুধু একটা প্রশ্নই করতাম, :— " স্যার, কীভাবে আপনার ভাবনায় এত উচ্চমানের এমন বহুমুখী স্বপ্নের উদয় হলো যা লাখো মানুষের সাথে জড়িত? " একটি প্রবাদ আছে—‘ভোগেই নই, ত্যাগেই প্রকৃত সুখ।’ কবির কণ্ঠে তা —‘পরের কারণে স্বার্থ দিয়া বলি/এ জীবন মন সকলি দাও/তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও।’ আমরা কেবল খাতায় কলমে এমন ভাব সম্প্রসারণের ব্যাখা করেছি। আর আবেদ স্যার নিজেই এমন সব উক্তির প্রকৃত উদাহরণ। ★তার প্রমাণ স্যারের এই কয়েকটি উক্তি :- 👉আমি সেই কাজ করতে আগ্রহী, যা দরিদ্রের উপকারে আসে। 👉আমার ধারণা ছিল, ত্রাণ দেওয়া শেষে বছর দুই-তিনেক পর আমি আমার পেশায় ফিরে যাব—ইংল্যান্ড-আমেরিকা বা অন্য কোথাও। কিন্তু কাজ করতে গিয়ে যে দারিদ্র্য দেখলাম, এত দরিদ্র মানুষকে এভাবে ফেলে রেখে আমি বিদেশে চাকরি করে আরাম-আয়েশে থাকব, এটা কোনো কাজের কথা নয়। সিদ্ধান্ত নিলাম, আমার সারা জীবনে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের কাজে নিয়োজিত থাকব 👉বাংলাদেশে বাস করে কারও পক্ষে আত্মতৃপ্ত হওয়া সম্ভব নয়। মানুষের দুঃখ, কষ্ট, দারিদ্র্য দেখে আত্মতৃপ্ত হওয়া যায় না। মানুষ যে কত অসহায় হতে পারে আমি কাজ করতে গিয়ে তা দেখেছি। মাঝে মাঝে মনে হয়, এই মানুষগুলোর জন্য খুব বেশি কিছু করতে পারলাম কই? জীবনের শেষ পর্যায়ে এসে তিনি নিজেকে এমন ভাবে উপস্হাপন করেন, :- "আমি এই ভেবে তৃপ্ত, যে আমার জীবন বৃথা যায়নি।" — স্যার ফজলে হাসান আবেদ আসলেই স্যার আপনার জীবন বৃথা যায় নি।

নোবেল দাশ

স্যার ফজলে হাসান আবেদ ভাই এর স্মৃতি চরন

অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, স্যার ফজলে হাসান আবেদ ভাইকে। তিনি আমাদের আর কেউ নন, তিনি আমাদের পরম আপন জন ব্র‍্যাকের প্রতিষ্ঠাতা। তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন মানুষের জীবন কতটা অথবহ হতে পারে। তিনি আমাদের মনে আত্ননিভরশীলতার বীজ বুনে দিয়ে গেছেন।তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন প্রতিটি মানুষই সম্ভবনাময়। তিনি আমাদের এটা ও শিক্ষা দিয়ে গেছেন যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক, তবু সামনে এগিয়ে যাও। তার দেওয়া শিক্ষাই হোক আমাদের আগামী দিনের পথ চলা। আমি, মোঃ সেলিম রেজা ১২/০৩/২০ইং তারিখ রাজবাড়ী সদর শাখায় SDP(STAR) প্রোগ্রাম PO হিসাবে যোগদান করি। আমি ব্র‍্যাক পরিবারের একজন সদস্য হতে পেরে খুবই গবিত। মহান আল্লাহর কাছে প্রাথনা করি, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

সেলিম রেজা

Very excited

I suddenly meet Vai in brac center then i was talking to Vai and said that I am working in Ayesha Abed foundation My name is Rume ,can I take photo I asked then he gave a smile very nicely and took the photo

Rume

As a Ideal of Life

God bess YOU in next life

Md Asaduzzaman

স্যার ফজলে হাসান আবেদ এর সাথে আমার ছবি তোলার খায়েস পূর্ন হলোনা

স্যার ফজলে হাসান আবেদ এর সাথে আমার ছবি তোলার খায়েস পূর্ন হলোনা। স্যার ফজলে হাসান আবেদ উনার কথা সব সময় মনে পড়ে। আমি ২০১০ সাল থেকে প্রতি মাসে ২-৩ বার অফিসিয়াল কাজে ব্র্যাক প্রধান কার্যালয় আসা যাওয়া করছি (করোনা`র আগ পর্যন্ত) আমি সুনামগঞ্জ থেকে যাইতাম অন্যরা বিভিন্ন জেলা থেকে যাইতো সবাই পরিচিত ছিল এবং সেন্ট্রাল স্টোর ও অটোমেশনে কাজে তারা আমার সহকর্মী ছিল। প্রধান কার্যালয় এর গ্রাউন্ড ফ্লোরে প্রায় ই স্যার ফজলে হাসান আবেদ এর সাথে দেখা হইত আর স্যার কে দেখলেই মনে খুব ইচ্ছা জাগতো উনার সাথে ছবি তোলতে । সহকর্মীদের কে তখন বলতাম আমার খুব সখ স্যারের সাথে ছবি তোলতাম, স্যার কে দেখলই সহকর্মীদের জানাইতাম আমার ছবি তোলার খায়েস এর কথা তাদের কে আমি বার বার বলতাম যে এখন যদি আমি স্যারকে গিয়ে বলি যে,""স্যার আমি আপনার সাথে ছবি তোলতে চাই তখন স্যার কি আমার সাথে ছবি তোলবেন" তখন তারা আমাকে বলতো আপনি কিভাবে গিয়ে স্যারকে বলবেন ছবি তোলার কথা? তাদের প্রশ্নের জবাবে আমি তাদের কে বলতাম : আমি বলবো আমি সুনামগঞ্জে ব্র্যাকে চাকুরী করি ব্র্যাক এর কার্যক্রম তো সুনামগঞ্জ থেকেই শুরু হয়েছে তখন স্যার হয়তো খুশি হবেন। তাও তারা আমতা আমতা করে, আমি এতকিছু বলার পরেও তারা আমাকে ছবি তোলার সাহস দেয়নি । স্যার ফজলে হাসান আবেদ এর সাথে আমার ছবি তোলার খায়েস পূর্ন হলোনা। আমি এখনো নিজেকে নিজে দোষী আর বলি চাকুরী চলেগেলে যেত তবোত ছবিটা সৃতি হয়ে তাকতো । আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন।

Nazrul Islam

আবেদ ভাই মনে পড়ে তোমায়

ভাইয়ের তুলনা হয়না,তার সাথে অনেক মজার মজার স্মৃতি আজও রিদয়ে নাড়া দেয়,তাকে কখনো ভোলার নয়।

মোঃ বদিউল আলম খন্দকার বিদ্যুৎ