বাংলা | English    



জ্বর, শ্বাসকষ্ট, কাশি হলে ৩৩৩, ১০৬৫৫, ১৬২৬৩ নম্বরে কল করে সেবা নিন।

ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালকবৃন্দের বার্তা

১৫ই মার্চ ২০২০

এই জরুরি জনস্বাস্থ্য সংকটের মুহূর্তে বাংলাদেশসহ বিশ্বের যেসব দেশে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি সেসব দেশের সরকার, জনমানুষ এবং আমাদের কর্মীবাহিনী - সকলের পাশে দাঁড়াতে ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে আমরা ব্র্যাক, ব্র্যাক ইন্টারন্যাশনাল, ব্র্যাক ইউএসএ, ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট পাবলিক হেলথ স্কুল-এর জনস্বাস্থ্য ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং যোগাযোগ বিশেষজ্ঞদের নিয়ে কোভিড-১৯ প্রতিরোধ ও প্রস্তুতি টাস্কফোর্স গঠন করেছি। এই টাস্কফোর্স বৈশ্বিক এবং স্থানীয় পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে পরামর্শ প্রদান করছে। তাঁদের পরামর্শের আলোকে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ব্র্যাকের সকল কর্মসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

যেসব দেশে আমাদের কার্যক্রম রয়েছে তার প্রত্যেকটিতে সংশ্লিষ্ট স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত ও নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছি এবং সংক্রমণ মোকাবেলায় গৃহীত আমাদের কার্যক্রমের প্রত্যেক ধাপে আমরা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে কাজ করছি।

ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের সকল কার্যক্রমে পরিবর্তিত পরিস্থিতির উপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর পাশাপাশি, আমাদের কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে আগামী সপ্তাহগুলোতে আমাদের কার্যক্রমে আরো কিছু পরিবর্তন আনা হতে পারে।
এই ঝুঁকি মোকাবিলায় আমরা যেসব কার্যক্রম গ্রহণ করেছি তার একটি রূপরেখা নিচে তুলে ধরা হলো।

  • আমরা ব্র্যাকের ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে এ বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মতভাবে শ্বাসপ্রশ্বাস গ্রহণ বা ত্যাগ বিষয়ে প্রাসঙ্গিক বার্তা ও উপকরণ BRAC Facebook পেজ ও blog-এ নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।
  • সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট খোলা হচ্ছে www.brac.net যেখানে সুনির্দিষ্ট, নির্ভরযোগ্য ও হালনাগাদকৃত তথ্য পাওয়া যাবে।
  • আমরা কর্মীদের মধ্যে অত্যাবশ্যকীয় সুরক্ষামূলক পদক্ষেপ ও পরিচ্ছন্নতা বিষয়ক চর্চার বার্তা ও উপকরণ পৌঁছে দিচ্ছি। এসবের মধ্যে আছে প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মশালা ও যোগাযোগ উপকরণ প্রদান। এর পাশাপাশি তাঁদের হাত ধোয়ার জায়গা ও গ্লাভসসহ কাজের ধরনের ভিত্তিতে সুরক্ষামূলক উপকরণও দেওয়া হচ্ছে।
  • কোভিড-১৯ মোকাবিলায় আমরা ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্থানীয় পরিস্থিতি ও পরিপ্রেক্ষিতের উপযোগী প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করেছি যা ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের সকল কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে।
  • সংক্রমণ মোকাবেলার বার্তা প্রতিষ্ঠানের সর্বত্র ও স্থানীয় জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কর্মীবাহিনীর জন্য প্রশিক্ষকের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে আমাদের কর্মীবাহিনী স্থানীয় জনগণকে সংক্রমণ মোকাবেলায় সঠিক পদ্ধতিতে হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বিষয়ে সঠিকভাবে প্রশিক্ষণ দিচ্ছেন।
  • অনলাইন এবং অনলাইনের বাইরে উভয় পদ্ধতিতেই ব্র্যাকের কর্মীদের জন্য অভ্যন্তরীণভাবে পরামর্শসেবা প্রদান করা হচ্ছে, যাতে তাঁরা কোভিড-১৯ সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষা দিতে পারেন।
  • স্থানীয় মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি হ্রাসের লক্ষ্যে আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভ্রমণ সীমিত করেছি।
  • কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল সরকার ও উন্নয়ন সহযোগীসহ অন্যান্য প্রতিষ্ঠান/কোম্পানির সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ব্যাপারে সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছে।
  • মাঠপর্যায়ে কর্মরত আমাদের কর্মীবাহিনী স্থানীয় জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট সহযোগীদের কাজ করে যাবে।

ব্র্যাকের প্রতি ধারাবাহিক সমর্থন এবং আস্থার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।

শুভেচ্ছাসহ,
আসিফ সালেহ্ ও ডা. মুহাম্মাদ মুসা


BRAC Centre
75 Mohakhali, Dhaka-1212
Bangladesh
+88 02 2222 81265
info@brac.net

Media contact
media@brac.net

সাধারণ জিজ্ঞাসাগুলোর জন্য ফোন করুন অথবা ক্লিক করুন লিংকগুলোতে:

জ্বর, শ্বাসকষ্ট, কাশি হলে ৩৩৩, ১০৬৫৫, ১৬২৬৩ নম্বরে কল করে সেবা নিন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-এর তথ্য: https://www.iedcr.gov.bd/

কিছু ভ্রান্ত ধারণা ও সঠিক তথ্য (WHO): WHO guidelines

করোনাভাইরাস প্রসঙ্গে সাধারণ কিছু প্রশ্ন-উত্তর (WHO): WHO Q&A on coronavirus