আপনাকে ধন্যবাদ, আবেদ ভাই

মানুষের জীবন কতটা অর্থবহ হতে পারে, তা আপনি আমাদের দেখিয়েছেন।

আমাদের বুকে আত্মবিশ্বাসের বীজ বুনে দিয়েছেন আপনি।

আমরা এখন অসম্ভবকে সম্ভব করতে শিখেছি।

আমরা শিখেছি কীভাবে প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়,

শত ব্যর্থতার মাঝেও উঠে দাঁড়াতে হয়, না থেমে সামনে এগিয়ে যেতে হয়।

মানুষের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে চিনতে শিখেছি আমরা।

জানতে শিখেছি, প্রতিটি মানুষ কী অসীম সম্ভাবনার আধার!

মানুষের সামর্থ্য আর সম্ভাবনার ওপর বিশ্বাস গড়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ।

শোক আমাদের স্তব্ধ করেছে, একথা সত্য।

কিন্তু পরিস্থিতি যতই প্রতিকূল হোক, সামনে এগিয়ে যাওয়ার দীক্ষা তো

আপনিই আমাদের দিয়েছেন।

৪৭ বছর ধরে দারিদ্র্য আর বৈষম্যের বিরুদ্ধে অবিরাম যে লড়াই আপনি চালিয়ে গেছেন,

তা এখন আমাদের এগিয়ে নেওয়ার পালা।

সমতাপূর্ণ পৃথিবী গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের কাঁধে।

আমরা আপনার উত্তরাধিকারের

যোগ্য হয়ে ওঠার প্রতিজ্ঞা করছি।

ব্র্যাক পরিবার